Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে জাতীয় মহিলা পার্টির সভায়-শংকর পাল ॥ নির্বাচনে মহিলা পার্টির নেতৃবৃন্দকে বলিষ্ট ভূমিকা রাখতে হবে

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলের কমিটি সমূহে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের উদ্যোগে বানিয়াঙ্গ উপজেলার উপজেলা জাতীয় মহিলা পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সদরের বড় বাজারস্থ জাপা নেতা মুছকুদ্দুজ্জামান খাঁনের বাড়ীতে জাতীয় মহিলা পাটির নেত্রী শীলা রাণী দেব রায় সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সিলেট বিভাগীয় কো-অডিনেটর আলেয়া বেগম, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক বারেয়া খাতুন, সদস্য সচিব রতœা বেগম, উপজেলা জাপা নেতা মুছকুদ্দুজ্জামান খাঁন, গৌরাঙ্গ চন্দ্র সরকার, আঙ্গুর মিয়া, মহিলা পার্টির নেত্রী রাসনু বেগম, শিখা রাণী দেব প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে এদেশের নারীদের সর্Ÿোচ্চ মূল্যায়ন করা হয়েছিল। কিন্তু দুটি দলের প্রধান নারী হয়েও দেশের নারীদের নানা দিক দিয়ে বঞ্চিত করে রেখেছেন। তাই বর্তমানে দেশের নারী সমাজও বলছেন দুইনেত্রীর চেয়ে এরশাদের শাসন আমলই ভাল ছিল। তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টির আবারও রাষ্ট ক্ষমতায় আসলে নারীদের সর্Ÿোচ্চ মূল্যায়ন করা হবে।  তাই জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দকে বলিষ্ট ভূমিকা রাখতে হবে। সভায় শতাধিক মহিলারা অংশ গ্রহন করেন। সভা শেষে শীলা রাণী দেব রায়কে আহবায়ক, শিখা রাণী দেবকে যুগ্ম আহবায়ক ও রাসনু বেগমকে সদস্য সচিব মনোনীত করে জাতীয় মহিলা পার্টির বানিয়াচঙ্গ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।