Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ সরকার দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করবে

স্টাফ রিপোর্টার ॥ “যুবরাই লড়বে-ডিজিটাল বাংলাদেশ গড়বে, প্রশিক্ষিত যুব শক্তি-উন্নয়নের দৃঢ় ভিত্তি, দক্ষ যুব শক্তি, স্বনির্ভর অর্থনীতি” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল ১ নভেম্বর উদযাপিত হলো জাতীয় যুব দিবস ২০১৪। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বেলা সাড়ে ১১ টায় ধুলিয়াখালে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ করে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ। আত্মকর্মী হিসেবে বক্তব্য দেন মোঃ শাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবদুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ আবু জাহির বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জন শক্তিতে পরিণত করতে সর্বাতœক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জে প্রতি বছর শত শত যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করেছে।