Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে ১৩ জুয়ারীকে ৭দিনের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১৩ জুয়াড়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত ওয়াহাবের পুত্র আঃ মালেক (৩৫), একই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আঃ রহিমের পুত্র আঃ শহিদ (৬০), লামতাশি গ্রামের মৃত হাজী আঃ গফুরের পুত্র আলী হোসেন (৪০), জয়দেবপুর গ্রামের মৃত মফিজ উল্লার পুত্র কুতুব আলী (৫৫), গংগানগর গ্রামের মৃত আঃ হাসিমের পুত্র তৈয়ব আলী (৫৫), চুনুরেক গ্রামের মৃত আঃ মনাফের পুত্র ফজলু মিয়া (৫৫), তিতারকোণা গ্রামের মৃত আক্কল মিয়ার পুত্র সালেহ আহমেদ (৪০), বড়ইউরি গ্রামের মৃত হাসন আলীর পুত্র ফুল মিয়া (৫৫), চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের মৃত আঃ জলিলের পুত্র দুলাল মিয়া (৪০), একই গ্রামের মৃত আব্দুছ ছোবহানের পুত্র আঃ মন্নান (৪৫), মনির উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৩৮), আহমদ মিয়ার পুত্র আঃ নুর (৩৫), সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার ছাত্রিশ গ্রামের ওয়ারিছ আলীর পুত্র শামীম আহমেদ (৩৫)।
মঙ্গলবার দিবাগত রাতে জুয়াড়ীরা উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল চা বাগানের যাত্রা গানের অনুষ্ঠানে জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে রাত ১টার দিকে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিতদেরকে আটক করে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে তাদেরকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এর কার্যালয়ে হাজির করে পুলিশ। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাদেরকে ৭দিনের কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।