Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভুয়া ডিগ্রিধারী ডাক্তারদের বিরুদ্ধে অভিযান ॥ ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা ২ ভুয়া ডাক্তারকে অর্থদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কাজীরবাজারে ভুয়া এমবিবিএস ডিগ্রীধারী ডাক্তারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড ও একটি ডায়গিনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা ভুয়া ডাক্তারার হচ্ছে-নবীগঞ্জের কাজীর বাজারের দুর্গা ফার্মেসীর ভুয়া ডাক্তার ডিপি সরকার ও রেজাউল করিম। সিলগালা করা ডায়াগনিস্টিক সেন্টারটি হচ্ছে ভুয়া ডাক্তার নজরুল ইসলাম খোকনের চেম্বার শাহ জালাল ডায়াগনস্টিক সেন্টার। এ সময় সেন্টারের মালামাল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইদানিং নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদের আনাগোনা বৃদ্ধি পায়। নবীগঞ্জের কাজিরবাজার এলাকার স্থানীয় লোকজন এসব ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.টি.এম সাইফুল ইসলাম এর নেতৃত্বে কাজির বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভুয়া ডাক্তার নজরুল ইসলাম খোকনের চেম্বার শাহজালাল ডায়াগনেস্টিক সেন্টারে অবৈধভাবে ডায়গনেস্টিক সেন্টার করার অপরাধে ওই সেন্টারকে সিলগালা করা হয়। এ সময় ভুয়া ডাক্তার পালিয়ে যায়। এলাকাবাসী জানান, ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার নজরুল ইসলাম খোকন স্থানীয় ছাত্রলীগ নামধারী আগনা গ্রামের জনৈক ফরিদ আহমেদ শিকদারের ছত্রছায়ায় কাজির বাজারের আছকির সুপার মার্কেটের ২য় তলায় অবৈধভাবে ডায়াগনেস্টিক সেন্টার খুলে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবৎ। এলাকাবাসী আরো জানান, নজরুল ইসলাম খোকন সে বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খোলার সাহস পায়নি। প্রায় বছর দুয়েক আগে সুনামগঞ্জে একইভাবে প্রতারণা করায় তাকে সেখানকার লোকজন বিতাড়িত করেন বলে জানিয়েছেন অনেকে। এর পর থেকেই সে আত্মগোপন হিসেবে নবীগঞ্জের কাজির বাজারে অবস্থান নেয়। এ ব্যাপারে নজরুলের কাছে জানতে চাইলে তার মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।