Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্র্যাক আইডিপি কাগাপাশা অফিসের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্র্যাক আইডিপি কাগাপাশা জেন্ডার কর্মসূচির উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন কাগাপাশা ও বড়ইউড়ি ইউনিয়নের স্থানীয় জন প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক কর্মকর্তা সহ প্রায় ৪ শতাধিক নারী। র‌্যালিটি ব্র্যাক অফিস থেকে শুরু করে উমরপুর বাজারে শেষ হয়। র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ। ব্র্যাক আইডিপি কাগাপাশা অফিসের সামাজিক ক্ষমতায়ন মানবাধিকার এবং জেন্ডার জাস্টিস এর উর্ধ্বতন শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। তিনি বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, বাল্য বিয়ে একটি ভয়াবহ সমস্যা। বাল্য বিয়ে নারী স্বাস্থ্য, ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহন, অর্থনৈতিক ক্ষমতায়নের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাল্য বিয়ে প্রতিরোধ করে একটি কন্যা শিশুকে অধিকার সচেতন নারী কিংবা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন এসটিইউপি এর শাখা ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, কৃষি খাদ্য নিরাপত্তার বিএম মোঃ সেলিম আক্তার খান, এমএফ এর শাখা ব্যবস্থাপক মোঃ সৈয়েদ আলী, বিইপি এর ভঞ্জন কুমার, সিইপি কর্মসুচি সংগঠক মোঃ রাজু মিয়া, মোঃ রাসেল রানা, শম্পা রানী মোহরা, এডিপির বিউটি আক্তার জেন্ডারের প্রকল্প কর্মী চায়না খাতুন। সর্বশেষে সিডি প্রদর্শন এর মাধ্যমে অনুষ্টান শেষ হয়।