Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মতবিনিময় ও মা-সমাবেশ অনুষ্টানে জেলা প্রশাসক দেশকে উন্নত করতে হলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে “প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মান সম্মত শিক্ষা বিস্তার, সরকারী বিভিন্ন বিভাগ অধিদপ্তর কর্তৃক জনগণকে সেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগমান করার বিষয়ে মতবিনিময় সভা” এবং মহিলা ও শিশুদের উপর যৌন হয়রানী নিয়ন্ত্রণে মিডিয়া, নারী শিশু অধিকার কর্মীদের সমন্বয়ে সববঃ ঃযব ঢ়বড়ঢ়ষব’ সেশন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১-টায় বাউশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, আমাদের দেশকে উন্নত করতে হলে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন- ছাত্র-শিক্ষকদের সমন্বয় না হলে শিক্ষা অর্জন করা সম্ভব নয়, এ ক্ষেত্রে মায়েদের সচেতন হতে হবে এবং জনসংখ্যা কমাতে হবে। তিনি আরো বলেন-অনেক কষ্ট এবং বহুরক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে এবং দেশকে উন্নত করতে প্রথমে নারীদের শিক্ষিত হতে হবে। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র সূত্রধর, উপজেলা আওয়ামীরীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী, ইউপি বিএনপির সভাপতি কাওছার আহমদ, আরুয়া কলকলিয়া পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, শেখ শাহনুর আলম সানু, শিক্ষক কুবাদুর রহমান, দিপ্তেন্দু দাশ বিধু, হাজি সানু মিয়া, ইউপি মহিলা সদস্যা মরিয়ম বেগম, শিক্ষিকা প্রনতি রাণী নাথ, এফ আইভিডিভি কর্মকর্তা লাইলি বেগম প্রমুখ। অনুষ্টানে কোরআন তেলায়াত করেন মোঃ ইব্রাহিম আলী এবং গীতাপাঠ করেন দিপ্তেন্দু দাশ বিধু। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান।
পরে নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সুবোধ সুত্রধর, নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা হাসনা হেনা, ইন্সট্রাক্টর মোঃ মিছবাউদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, পল্লী বিদ্যুতের এজিএম এম নগেন্দ্র নাথ সিংহ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং খোজ খবর নেন।