Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে চালককে মারধর করে সিএনজি নিয়ে পালিয়ে যাবার সময় সিএনজি সহ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী সেজে চালককে মারপিট করে নির্জন স্থানে ফেলে রেখে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে সিএনজিসহ আটক করেছে পুলিশ। এ সময় অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক ছিনতাইকারী হচ্ছে-মাধবপুর উপজেলার শিবপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে খলিল মিয়া (২২)। গতকাল বিকেল ৩টার দিকে কামড়াপুর-নছরতপুর বাইপাস সড়কের দরিয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আহত সিএনজি চালকের নাম অভিময় দেব। তার বাড়ি বাহুবলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-গতকাল বেলা ২টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে বাহুবলে যাওয়ার জন্য যাত্রী সেজে ৪ ব্যক্তি অভিময় দেবের সিএনজিটি ভাড়া করে। বাহুবলের যমুনাবাদ এলাকায় যাওয়ার পর যাত্রী বেশী ছিনতাইকারীরা চালক অভিময় দেবকে মারধর করে তাকে সড়কের পাশে ফেলে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন অভিময়কে ওই স্থানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। এ সময় অভিময় লোকজনকে সিএনজি ছিনতাইয়ের বিষয়টি জানায়। সাথে সাথে লোকজন হবিগঞ্জ থানাকে অবহিত করেন। বিকেল ৩টার দিকে হবিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা কামড়াপুর-নছরতপুর বাইপাস সড়কের দরিয়াপুর এলাকা থেকে সিএনজিটি উদ্ধার ও ছিনতাইকারী খলিলকে আটক করে। এ সময় অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যায়।