Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ সম্মিলিত ইসলামী দলগুলোর হরতাল

এক্সপ্রেস ডেস্ক ॥ মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীরি গ্রেফতারের দাবিতে রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দল। বুধবার এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেয়া হয়। হরতাল ঘোষণা করে মাও: জাফরুল্লা খান হুমকি দিয়েছেন, সরকার হরতালে বাধা দিলে অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা এ হরতালে বিএনপি জামায়াত কোন দলই সমর্থন দেয়নি। সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা আজকের হরতালে গাড়ি চালাবে বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গাড়ি চালানোর এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ডাকা এ হরতালের কোনো যৌক্তিকতা নেই এবং এ হরতাল জনস্বার্থ বিরোধী। তাই ইস্যুবিহীন এই হরতালে মালিকশ্রমিকরা কোনো সাড়া দেবে না। হরতালে গাড়ি চালাতে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়নি। আজকে অনুষ্ঠিত ২০১৩ সালের ঈঝঊ পার্ট-৩, ৫ম সেমিস্টার ঊহমরহববৎরহম গধঃযবসধঃরপং (ঈড়ঁৎংব ঈড়ফব: ঈঝঊ-৩১৪) পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ১০:০০ টা থেকে যথারীতি অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।