Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার ॥ কাজের মাধ্যমে জনগণের আস্থা সৃষ্টি করতে হবে

মাধবপুর প্রতিনিধি ॥ পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র বলেছেন-পুলিশ জনগণের বন্ধু। একজন পুলিশকে কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। তাহলে পুলিশের প্রতি জনগণের আস্থা সৃষ্টি হবে। আর আস্থার জায়গা তৈরী করতে পারলেই জনসাধারণ পুলিশের সহযোগিতায় এগিয়ে আসবে। প্রকৃত অপরাধীরা যদি সাজা পায় তাহলে কেউ অপরাধ করতে সাহস পাবে না। তিনি বলেন- হবিগঞ্জে প্রায় ২০ লক্ষ জনগণের জন্য পুলিশ সদস্য মাত্র ১ হাজার। এতো স্বল্প পুলিশ দিয়ে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না-ও হতে পারে। তাই অপরাধ নিয়ন্ত্রন করতে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। এগুলোকে মানিয়ে নিতে আমাদের কষ্ট হচ্ছে। মাদক সম্পর্কে তিনি বলেন-মাদক আমাদের সমাজে মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক পাচারকারীদের তালিকা তৈরী করে প্রতিনিয়ত অভিযান চালানো হবে। যাতে করে কোন মাদক ব্যবসায়ী এলাকায় বসে মাদক বিক্রি করতে না পারে এবং মাদক সেবীদের বিরুদ্ধে গণসচেতনা তৈরী করতে ক্যাম্পিং করা হবে। তিনি আরো বলেন-সিলেটের সিংহদ্বার মাধবপুরে কোন অবস্থাতেই যানজট সৃষ্টি করতে দেয়া হবে না। এ যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি কৃত্রিম যানজট সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) সাজ্জাত ইবনে রায়হান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আওয়ামীলীগের সভাপতি এস.এম মুসলিম, সাধারন সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওসি তদন্ত কে.এম আজমিরুজামান, জগদীশপুর চা বাগানের ম্যানেজার শাহাদাৎ হোসেন, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, সাবেক চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, আব্দুর নূর, সৈয়দ গিয়াসুল হোসাইন, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, সাংবাদিক আইয়ুব খান, শ্রমিক নেতা ফিরোজ মিয়া, দুলাল মিয়া প্রমূখ।