Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আবু জাহিরের প্রচেষ্ঠায় শায়েস্তাগঞ্জে ৯ গ্রামের বিরোধ সালিশে নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের প্রচেষ্ঠায় শায়েস্তাগঞ্জে ৯ গ্রামের সৃষ্ট বিরোধ সালিশে নিষ্পত্তি হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী স্কুল প্রাঙ্গনে এক বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এম পি আবু জাহিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, মোঃ ছালেক মিয়া, ৫ গ্রামের সভাপতি আতাউর রহমান মাসুক, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জিতু, ৪ গ্রামের প্রেসিডেন্ট আব্দুল মতিন, সেক্রেটারি আসম আফজল আলী, পৌর মেয়র মোঃ ফরিদ আহমদ অলি, চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বার গ্রামের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানুসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সম্প্রতি ইসলামী একাডেমীর পাশে খেলাকে কেন্দ্র করে দুই অঞ্চলের কয়েকজন যুবকের মাঝে এক সংঘর্ষ হয়। এ সংঘর্ষের জের দরে উভয় এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিষয়টি জানতে পেরে এমপি আবু জাহির মধ্যস্থতা হয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্ত ক্রমে দাউদনগর, সুদিয়াখলা, লেঞ্জাপাড়া, চরনুর আহমদ, পূর্ব বাগুনী পাড়া নিয়ে গঠিত ৫ গ্রাম ও বড়চর, কুতুবের চক, কদমতলী, দক্ষিণ বড়চর নিয়ে গঠিত ৪ গ্রামের লোকজন নিয়ে শায়েস্তাগঞ্জ রেল কলোনি প্রাঙ্গনে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষকে মিলিয়ে দেন এমপি আবু জাহির। এমপি আবু জাহির বক্তব্যে বলেন, পরবর্তীতে আর কোন সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষকে ১ লাখ টাকা করে জরিমানা দিয়ে সালিশ বৈঠকে বসতে হবে। তিনি আরও বলেন, সংঘাত সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই সমাজকে সুন্দর রাখতে সকলকে সংঘাতমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তার সাথে এলাকা হবে উন্নয়নমূখী।