Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে জাসাদের বর্ধিত সভায় বক্তারা ॥ সরকার একতরফা নির্বাচনের চেষ্টা করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ বাহুবল উপজেলা শাখার উদ্যোগে চলিতাতলা বাজারস্থ স্থানীয় কার্যালয়ে এক বর্ধিত সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাহুবল উপজেলা জাসাদের আহবায়ক মোঃ এখলাছ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ এখলাছ মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসাদের সহ সভাপতি শাহ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাজল, বাহুবল উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই শিবলু, জেলা জাসাদ নেতা হাবিবুর রহমান মিজবাহ, একেএম সেলিম চৌধুরী, জাসাদ উপজেলা যুগ্ম আহবায়ক মহিবুর রহমান রুহেল, আশরাফ উদ্দিন আসদ, মোঃ মতলিব মিয়া মেম্বার, আব্দুল আউয়াল মেম্বার, আলতা মিয়া মেম্বার, লেবু মিয়া মেম্বার, সাজিদ মিয়া তালুকদার, যুবদল সাতকাপন ইউনিয়ন সভাপতি শাহ দুলাল মিয়া, বাহুবল উপজেলা জাসাদ নেতা ছায়েদ মিয়া, আব্দুল্লাহ মিয়া, রুহেল মিয়া, শিল্পী রহমান উদ্দিন, ফয়জুল ইসলাম, মতিন মিয়া প্রমূখ।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, দেশ-জাতির কল্যাণে এ প্রস্তাবনা অত্যন্ত গুরুত্ববহণ করে। সরকার যদি এক তরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে তাহলে যে কোন মূল্যে জনগণকে নিয়েই রাজপথে আন্দোলনের মাধ্যমে এ নির্বাচন প্রতিহত করা হবে।