Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিল্ডিং কোড অমান্য করায় শহরের ঘাটিয়া বাজার এলাকার একটি ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ করায় সুপ্রিম কোর্টের নির্দেশে হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডের একটি বহুতল ভবনের অংশবিশেষ ভেঙ্গে ফেলা হচ্ছে। কোর্টের আদেশে বেধে দেয়া সময়ের মাঝে গতকাল মঙ্গলবার ওই ভবনের অংশ বিশেষ ভাঙ্গা হচ্ছে হবিগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে। শহরের রামকৃষ্ণ মিশনের উত্তরে ব্যবসায়ী মোঃ আব্দুস সহিদ ২০১২ সালে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। বিল্ডিং কোড না মেনে ওই ভবন নির্মানের অভিযোগে এবং গলি রাস্তা হতে ৪ ফুট ১১ ইঞ্চি জমি মুক্ত করার জন্য এডভোকেট শ্যামল কান্তি দাস বাদী হয়ে ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট ওই ভবনের ৪ ফুট ১১ ইঞ্চি ভেঙ্গে ফেলার জন্য হবিগঞ্জ পৌরসভাকে নির্দেশ দেয়। রায়ের আলোকে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সুপারিনটেন্ডেন্ট স্বাক্ষরিত এক পত্রে ওই ভবনের উল্লেখিত অংশ ভেঙ্গে ২৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট করার জন্য সময় বেধে দেয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী গতকাল মঙ্গলবার পৌরসভার উদ্যোগে ভবনের উল্লেখিত অংশ ভেঙ্গে ফেলার কাজ পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব নুর আজম শরীফ ও নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস।