Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হলদারপুরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত ॥ ৪টি আঙ্গুল ও পা বিচ্ছিন্ন ॥ সংঘর্ষে আহত ২০

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের হলদারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে দু’দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সালেহ আহমেদকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার বাম হাতের ৪টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন অবস্থা বলে জানা গেছে। সে ওই গ্রামের মাওলানা আব্দুস সহিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-হলদারপুর গ্রামের আমিন মিয়ার বাড়ির কিছু গাছপালা চুনু মিয়ার জমির উপর ছায়া ফেলে ফসলের ক্ষতি সাধন করে। ফলে গত বৈশাখ মাসে চুনু মিয়া তার জমির উপর ছায়া ফেলে এমন কিছু ডালপালা কেটে ফেলেন। এ নিয়ে চুনু মিয়া এবং আমিন মিয়ার গোষ্টির মধ্যে তখন সময়ে সংঘর্ষ বাধে। পরবর্তীতে ওই দিন বিকেলে চুনু মিয়ার মামাতো ভাই সামিউর নামে এক যুবককেও আমিন পক্ষের লোকজন মারপিট করে। পরবর্তীতে চুনু মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের একজনকে মারপিট করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল সকাল ৯টার দিকে চুনু মিয়ার ভাতিজা এবং মাওলানা আব্দুস সহিদের ছেলে সালেহ আহমেদ একই গ্রামের হালিমের সাথে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তারা আমিন মিয়ার চাচা আলমের বাড়ির কাছে পৌছুলে ধারালো অস্ত্র নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কতিপয় লোক সালেহ আহমেদের উপর আক্রমন চালায়। এ সময় সালেহ আহমেদ প্রাণ রক্ষার্থে দৌড়ে খাল পাড় হওয়ার চেষ্টা করলে আক্রমনকারীরা তাকে খালে ফেলে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে সালেহ আহমেদের হাতের ৪টি আঙ্গুল সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা অর্ধেকেরও বেশী বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাহীন মিয়া, এনাম, ডা: মফিজ, জিয়াউর রহমান, মমিন মিয়া, শাকিরা, মন্নান, আঙ্গুর মিয়া মিনারাসহ ২০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ডিএম মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।