Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘুমের ওষুধ খেয়ে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ॥ হবিগঞ্জ হাসপাতালে ভাংচুর ডাক্তার-কর্মকর্তা লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার ॥ ঘুমের ওষুধ খেয়ে জেলা ছাত্রদল নেতা সফিউল আলম রাহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ হাসপাতালে তুলকালাম কাণ্ড ঘটেছে। মৃতের বিক্ষুব্ধ স্বজনরা হামলা চালিয়ে হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে। এসময় চিকিৎসকরাও লাঞ্ছিত হয়েছে। ডাক্তারের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবী করছেন স্বজনরা। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-শহরের শায়েস্তানগর এলাকার লাভলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সফিউল আলম রাহি (১৮) গতকাল বিকেলে এক সাথে কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে চেতনা হারিয়ে ফেলে। সাথে সাথে তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে সফিউলকে দেখে মৃত ঘোষণা করেন। এ সময় বিক্ষুব্ধ হয়ে উঠে সফিউল আলমের স্বজনরা। তারা ডাক্তারের গাফিলতিকে দায়ী করে হাসপাতালে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ডাক্তার দেবাশীষ দাস, ব্রাদার আউয়ালসহ হাসপাতালের কয়েকজন কর্মচারী আহত হন। মৃত সফিউল আলমের স্বজনদের সাথে আলাপ হলে তারা জানান-তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হলে তাকে বাঁচানো যেত। ডাক্তারদের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীকে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং তার অবস্থা খারাপ হওয়ায় তাকে তাৎক্ষণিক সিলেট রেফার করা হয়। এ ঘটনার পর থেকে জরুরী বিভাগে কয়েকঘন্টা চিকিৎসা বন্ধ ছিল। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা রাতে এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।