Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কলেজ ছাত্রের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শরিফ নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে প্রকাশ উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে কলেজ ছাত্র শরিফ মিয়া গত ১৬ অক্টোবর রাতে পড়তে থাকা অবস্থায় হঠাৎ সাড়ে ১১টার সময় বিদ্যুৎ চলে গেলে ঘর থেকে রাস্তায় বের হয়। এসময় রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে বিজিবির সদস্যরা তাকে মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায়। শরিফের ভাই সোহেল অভিযোগে উল্লেখ করেন, বিজিবি সদস্যরা ষড়যন্ত্রমূলক ভাবে তার ভাইকে ৫ কেজি গাঁজাসহ মিথ্যা মামলা দিয়ে ১৭ অক্টোবর থানায় সোপর্দ করে এবং নায়েক সুবেদার মিজবাউর রহমান বাদী হয়ে থানায় মিথ্যা মামলা রুজু করেছে। সোহেল আরো উল্লেখ করেন বিজিবি সদস্যরা তার পরিবারের সদস্যদের বিষয়টি প্রকাশ না করতে বিভিন্ন হুমকি প্রদর্শণ করছে। এ ঘটনার প্রতিকার চেয়ে কলেজ ছাত্রের ভাই সোহেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিজিবির মহা-পরিচালক, বিজিবির ৫৫ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার, পুলিশ সুপার হবিগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবপুর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।