Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানীর বিরুদ্ধে নানা অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্রাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যেগে জেলা শিক্ষা অফিসার বরাবরে বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গুজাখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি গ্রামের ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে। বিদ্যালয়টি সুষ্টুভাবে পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠিত হলেও তা কার্য্যকরি নয়। প্রায় ১০ বছর যাবত অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ভবানী শংকর ভট্রাচার্য্য। তিনি যোগদানের পর থেকে কোন দিনই টিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না। কোন দিন ১২ টায় আবার কোন দিন ১ টায় আসেন। দীর্ঘদিন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনে অবহেলার কারণে বিদ্যালয়ের দুর্নাম বেড়েই চলছে। তিনি তার মনগড়া ভাবে স্কুল পরিচালনা করে আসছেন। এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনেক সময় অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্কুলের আয় ব্যয়েরও কোন হিসাব কারো কাছে নেই। তিনি গত বছর বিদ্যালয়ের আঙ্গিনায় একটি বড় গাছ কর্তন করে বিক্রি করে সমুদয় টাকা আত্মসাত করেন। এলাকাবাসী এর কারন জানতে চাইলেও কোন সুদুত্তর দেননি। এ ছাড়া বিভিন্ন সময় স্কুলে ক্ষুদ্র মেরামতের ৩০ হাজার টাকা করে বরাদ্দ আসলে তিনি কাউকে কোন কিছু না জানিয়ে নিজের ইচ্চে মতো টাকা সাভার করে ফেলেন। চলতি বছরও উক্ত প্রতিষ্টানে মেরামতের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ আসে কিন্তু এই টাকার কোন খবর নেই। তিনি একাই টাকা গুলো সাবার করে ফেলেন। এ ছাড়া ও প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে স্কুলের ছাত্র/ছাত্রী ও অভিবাবকদের সাথে অসুভ আচরন করেন দিনের পর দিন। তার আচরনে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। অনেকে বলেছেন তার খুটির জোর কোথায়। এলাকাবাসী ওই শিক্ষককে উক্ত প্রতিষ্টান থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।