Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কালীবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার প্রতিকি কালী পূজা পালনে সভা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কালীবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার স্মৃতি রক্ষার্থে প্রতিকী বার্ষিক কালীপূজা অনুষ্টান পালনের লক্ষ্যে গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্যের সভাপতিত্বে এতে আলোচনা করেন নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, প্রমথ চক্রবর্তী বেনু, সঞ্জয় দাশ, মন্টু আচার্য্য, বীরেন্দ্র মালাকার, অরবিন্দু বনিক, রঞ্জিক চক্রবর্তী নান্টু, নৃপেন্দ্র পাল, পবিত্র বনিক, অসিত বরন পাল, শংকর দেব, রশময় শীল, গৌতম রায়, উত্তম কুমার পাল হিমেল, অমলেন্দু সুত্রধর, প্রণব চন্দ্র দেব, সুবীর দাশ, প্রদীপ রায়, স্বাধীন বনিক, সুজয় বনিক, ধ্রবজ্যোতি বনিক, জয় বনিক, ধ্রব পাল প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে বিধান ধরকে আহবায়ক এবং নীলকন্ঠ দাশ সামন্ত নন্টীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কালীপুজা উদযাপন কমিটি গঠন করা হয়।