Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি মজিদ খানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনলেন আ.লীগ নেতৃবৃন্দ ॥ শহরে বিক্ষোভ ॥ মজিদ খান বললেন -কতিপয় ফেল করা চেয়ারম্যান প্রার্থীর ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি ও জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও দলের মধ্যে বিভাজন সৃষ্টিসহ নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন ওই এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শামছুল হকের বাসভবনে তাঁর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, সহ সভাপতি অ্যাডভোকেট আলিম সর্দার, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বানিয়াচং উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মোঃ সুমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান আহমেদ, সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বাছির মিয়া প্রমুখ। বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দূর্নীতিবাজ এমপি আব্দুল মজিদ খান জলমহাল, বিল, নিয়োগ বাণিজ্য, তদবিরসহ বিভিন্ন খাতের কোটি কোটি টাকা লুটে নিয়েছেন। তিনি উপজেলা ও ইউনিয়নসহ গ্রামে গ্রামে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি মজিদ খানছাড়া অন্য যে কোন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মজিদ ছাড়া নৌকা চাই শ্লোগানে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন- “আমার কাছ থেকে বিভিন্ন ধরণের অবৈধ ও অনৈতিক সুবিধা আদায় করতে না পারায় কতিপয় ফেল করা চেয়ারম্যান প্রার্থীর ষড়যন্ত্রে এ সভা হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের কোন নেতাকর্মী ছিলেন না।”