Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কু-কাজের সময় পল্লী চিকিৎসক ধরাশায়ী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক পল্লী চিকিৎসক গকুল চন্দ্র চন্দকে তার ফার্মেসীর পিছনের কক্ষে কু-কাজের সময় জনতার হাতে ধরাশায়ী হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় গত বৃহস্পতিবার সকালে স্থানীয় সোনাপুর বাজারে অনুষ্টিত শালিসে ওই লম্পটের ১ হাজার টাকা জরিমানা ও বাজার থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হিলালপুর গ্রামের পল্লী চিকিৎসক গকুল চন্দ্র চন্দ (৩৮) গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে তার মালিকানাধীন জননী ফার্মেসীতে চৌকি গ্রামের সনাতন ধর্মাবলম্বীর স্ত্রী (৩০) চিকিৎসার জন্য যায়। এ সময় গকুল চন্দ্র চন্দ মহিলাকে দোকানের পিছনে কু-কাজে মিলিত হয়। ঘটনাটি আচ করতে পেরে বাজারের লোকজন জড়ো হয়ে তাদেরকে আপত্তিজনক অবস্থায় পেয়ে আটক করে। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বৃহস্পতিবার সকালে সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছান আলী নানু মেম্বারের সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে সমিতির সেক্রেটারী আলা উদ্দিন, ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী গৌতম কুমার দাশ, মেম্বার বাদল দাশ, সমিরন দাশ প্রমূখ উপস্থিত ছিলেন। শালিস বিচারে অনৈতিক কর্মকান্ডের জন্য গকুল চন্দ্র চন্দকে ১ হাজার টাকা জরিমানা এবং ব্যবসা গুটিয়ে সোনাপুর বাজার ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে মহিলাকে ভবিষ্যতে এ সব ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার জন্য শাসিয়ে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।