Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং থানা পুলিশের অভিযান সুমান হত্যা মামলার দু’আসামী সহ এক প্রতারক গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে সুমান হত্যা মামলার অন্যতম দু’আসামীকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডিএমএ মজিদ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএমএ মজিদ একদল পুলিশ নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সুমান হত্যা মামলার অন্যতম আসামী দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত মহছিম উল্বার ছেলে কবির মিয়া (৩০) কে ও একই গ্রামের একই মামলার অপর আসামী মৃত আবু ছিদ্দিক এর ছেলে ছামেদ মিয়া (৩৪) কে লাখাই ধানাধীন বুল্লা বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মে মাসে আক্রোশমূলক পরিকল্পিতভাবে দক্ষিন সাঙ্গর গ্রামের সুমান মিয়াকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে একটি সংঘবদ্ধ দল। আহত সুমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে সুমান মিয়ার ছেলে জুনাহিদ মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বানিয়াচং দৌলতপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে আব্দুর রউফ এর দায়েরকৃত একটি প্রতারণা মামলার অন্যতম আসামী তাজপুর গ্রামের মৃত আব্দুল্লার পুত্র ফরিদ মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সে মামলার বাদী আব্দুর রউফ এর ছেলে মামুন ও ভাগনী মায়ারুনকে লন্ডন পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা আত্মসাত করে।