Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৩ নরসিংদীকে ১-০ গোলে হারিয়ে ঢাকা জেলা সেমিতে

কামরুল হাসান, শাহজীবাজার থেকে ফিরে ॥ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ  খেলায় মুখোমুখি হয় ঢাকা বনাম নরসিংদী জেলা দল। মঙ্গলবার শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত খেলায় নরসিংদী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে ঢাকা জেলা দল সেমি-ফাইলে উত্তীর্ণ হওয়া গৌরব অর্জন করেছে। বেলা সাড়ে ৩টায় রেফারী আব্দুল মতিনের বাঁিশতে খেলা শুরু হলে প্রথমার্ধে গোল শুন্য শেষ হয়। উভয় দলের খেলোয়াররা প্রাণপণ চেষ্টা চালিয়েও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় ঢাকা জেলা দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়ার মোহাম্মদ আলী বিপদ সীমানার ভেতর থেকে  শট নিয়ে বল নরসিংদী দলের জালে পাঠিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থাকে ঢাকা জেলা দল। খেলা প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে নরসিংদী জেলা দল বেশ কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে নরসিংদী জেলা দলের ১০ নং জার্সি পরিহিত  খেলোয়ার ডি-বস্কের ভিতর থেকে শট নিলে বল লক্ষ্যভষ্ট হলে নিরাশ হয়ে প্যাভিলনে ফিরতে হয় নরসিংদীকে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নরসিংদী জেলা দলের ১১ নং জার্সি পরিহিত খেলোয়ার শাহেদ আলম। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর। পাহাড়ি ছায়া ঘেরা পরিবেশে খেলার উপযোগী মাঠের চতুর দিকে বিপুল পরিমান দর্শকের উল্লাস খেলোয়ারদের মনোবল আরো বেশী চাঙ্গা করে দেয়। উচু টিলায় দর্শকরা যেভাবে বসেছিলেন দেখতে অনেকটাই স্টেডিয়ামের গ্যালারীর মত মনে হয়েছে।
এদিকে খেলা পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, ২৪ অক্টোবর বানিয়াচং মাঠে প্রথম সেমিফাইলে মুখোমুখি হবে স্বাগতিক হবিগঞ্জ জেলাদল বনাম  সিলেট জেলাদল। ২৫ অক্টোবর চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইলে অংশগ্রহন করবে ঢাকা বনাম কিশোরগঞ্জ জেলাদল।