Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত ॥ উত্তেজনা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল রাতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ প্রায় ২০ জন লোক আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় আঙ্গুরা বেগম (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামের সাহেব আলীর শিশু পুত্র ও একই গ্রামের আব্দাল মিয়ার শিশু পুত্র এর মধ্যে গতকাল সকালে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দুপুরে তর্কবির্তকের এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয়। সাথে সাথে ওয়ার্ড মেম্বার ও স্থানীয়রা উভয় পক্ষকে সামাল দেন। ঘটনার পর থেকে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করে। রাত ৮ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে ইনচার্জ আরিফ উল্লা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেঁ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতরা হল, মৃত সঞ্জব উল্লার পুত্র আবুল (৫৫) ও তার ভাই আলাল মিয়া (৪৫), মৃত আব্দুল করিমের পুত্র মঈন উদ্দিন (৬০), মৃত ইদ্দিছ আলীর পুত্র জমশেদ আলী (৪৫), মৃত মদরিছ আলীর পুত্র সাহেব আলী (৬৫), মৃত মনহর আলীর পুত্র বজলু মিয়া (৫০), জামাল মিয়ার স্ত্রী জয়তুন বিবি (৬৫), ধনাই মিয়ার পুত্র জাকারিয়া (১৬) ও মৃত করিম মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৩৫)। তাদেরকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ভয়াবহ সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।