Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং ছাত্র-জমিয়তের পক্ষ থেকে দাওরায়ে হাদীস উত্তীর্নদের সম্মাননা ও গণসংবর্ধনা

বানিয়াচং প্রতিনিধি ॥ জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসূূফী বলেছেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে কওমী আলেমরা সবচেয়ে কার্যকর ্ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। মূলত শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলভীর ভারত উপমহাদেশকে দারুল হরব (যুদ্ধ বিধ্বস্ত) এলাকা ঘোষনার পরই ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের সর্বস্তরের জনতা ইংরেজ খেদাও আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে উপমহাদেশের সর্বপ্রাচীর সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতৃবৃন্দ ভারত স্বাধীন করার আন্দোলনে ও দেশ গঠনে ব্যাপক ভূমিকা পালন করেছেন। কওমী আলেমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত রক্ষা, ধর্মীয় দায়িত্ববোধ ও জাতীর ভাগ্যন্নোয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ছাত্র-জমিয়ত বাংলাদেশ বানিয়াচঙ্গ উপজেলা শাখার পক্ষ থেকে ২০১৪ সালে দাওরায়ে হাদীস উত্তীর্নদের সম্মাননা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গত বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা ছাত্র-জমিয়ত সভাপতি হাফেজ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাফেজ শিব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উল্লাহ, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা মুখলিছুর রহমান, জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাফহিমুল হক। বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসূফী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোন্তাসির আলম সোহান, উপজেলা জমিয়ত নেতা মাওলানা মোবাশ্বির আহমদ, মাওলানা মশিউর রহমান, যুবজমিয়ত সাধারণ সম্পাদক মুফতি আমীর আহমদ, ছাত্র জমিয়ত সহসভাপতি মুফতি আমজাদ হোসাইন, হাফেজ আশিকুর রহমান, মাওলানা মাহদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ হাসান, মাওলানা ফখরুদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, মিলাদ, এনামুল, রফিকুল ইসলাম খেলু, হাফেজ শাহআলম, সিরাজুল ইসলাম রুবেল প্রমূখ। সংবর্ধিতদের পক্ষ থেকে অভিব্যক্তি পেশ করেন হাফেজ মাওলানা জাকারিয়া।