Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ সময় পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রো ও চালক ইকবাল আহমদ (২৬)কেও আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা ধরার পড়ার আগে পানিউমদা এলাকায় একটি গাড়ি আটকিয়ে ডাকাতি করেছে বলে ডাকাত কবলিত কয়েকজন জানান। আটককৃতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার নারিকেল তলা গ্রামের সুলতান মিয়ার ছেলে জুনায়েদ আহমদ (২৫), ইছাকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সুমন মিয়া (২৫), হাবিবপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে মঞ্জুর আহমদ (২৫) ও নারিকেলতলা গ্রামের ছাদক মিয়ার ছেলে রেজোয়ান মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি মাইক্রো গাড়ী নিয়ে ৮ জনের একদল ডাকাত নবীগঞ্জের সীমানায় ঢাকা-সিলেট সড়কে পরিবহনসহ বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আউশকান্দি সিএনজি স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় ডাকাতদলের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ সময় তাদের কথাবার্তায় স্থানীয় জনতার সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছুলে স্থানীয় জনতা উল্লেখিত ৪জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় পুলিশ গাড়ী তল্লাশী করে ধারালো অস্ত্র উদ্ধার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ী ও চালক বিশ্বনাথ থানার চান্দুপরাং গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে ইকবাল আহমদ (২৬)কে আটক করে।
অপর দিকে নবীগঞ্জ শহরের শিবপাশা গ্রামের ৮ যুবক ওই রাতে শ্রীমঙ্গল থেকে পুজার অনুষ্টান দেখে বাড়ি ফেরার পথে পানিউন্দা সংলগ্ন স্থানে একদল ডাকাত তাদের প্রাইভেট গাড়ী থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও প্রত্যেকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানায় আটককৃত ডাকাতরা ওই ঘটনায় জড়িত বলে তারা অভিযোগ করেছেন।