Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আ.লীগ ও পুলিশের মামলা ॥ জামায়াতের সকল আসামীর জামিন লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে আওয়ামীলীগ ও পুলিশ কর্তৃক দায়েরকৃত ৩টি মামলায় জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পৌর আমীর সাইদুল হক চৌধুরী, শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সহ সকল নেতাকর্মী জামিন লাভ করেছেন। গতকাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সকল নেতাকর্মী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর, বুধবার, দেলওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় নবীগঞ্জ উপজেলা জামায়াত মিছিল বের করলে বেলা ২টায় ওসমানী রোডে আওয়ামীলীগ অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এতে জামায়াত নেতা মোঃ আলাউদ্দিন, মুশাহীদ আহমদ, আব্দুল মুকিত পাঠান, মাসুক মিয়া, আক্কাছ আলী ও শিবির নেতা নাজমুল ইসলাম গুরুতর আহত হন। তারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঐ দিন আওয়ামী লেবাসধারী সন্ত্রাসী সাইফুল-রানার নেতৃত্বে এক তরফা হামলা ও দোকানপাট ভাংচুর করার পরও জামায়াত শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে সাইফুল জাহান ও পুলিশ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করে। গতকাল বিকেল ৪ টায় জামিনপ্রাপ্ত নেতাকর্মীরা নবীগঞ্জ বাজারে এসে পৌছলে স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক সংক্ষিপ্ত বিবৃতি দেন। বিবৃতিতে তিনি শান্তিপূর্ণ মিছিলে হামলাকারী সন্ত্রাসী ও দোকানপাট ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি নবীগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনতে ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে নবীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।