Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পুজামন্ডপ পরিদর্শনকালে মাহবুব আলী- সার্বজনিন ধর্মীয় অনুষ্টান সকল ধর্মের মনুষের মধ্যে সহানুভূতির সৃষ্টি করে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহাবুব আলী বলেন, সার্বজনিন ধর্মীয় অনুষ্টান গুলো সকল ধর্মের মানুষের মধ্যে ধর্মিয় সহানুভুতি এবং ভাতৃত্ব বোধের সৃষ্টি করে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিকাশে মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি গতকাল বৃহস্পতিবার শারদীয় দূর্গা উৎসবের অষ্টমিতে উপজেলার ১১টি ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন কালে এ কথা বলেন। বিকেল ৩টা থেকে তিনি পুজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সহ-সভাপতি মহিউজ্জান হারুন, যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, পূজা উৎযাপন কমিটি সভাপতি সুনিল দাস, সেক্রেটারী ললিত মোহন সরকার, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, যুবলীগ নেতা কাউসার খান প্রমুখ।
এর আগে এমপি তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক এমদাদুর রহমান মিঠুসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।