Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের রাজনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়নের রাজনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গতকাল বুধবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্র জানায়- মঙ্গলবার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর কালি মন্দিরের পশ্চিম পাশে সীমান্ত এলাকায় বিএসএফ এর সহযোগীতায় ভারতীয় নাগরিকরা ৪ টি টিনের প্রাচীর নির্মাণ করে। যার ফলে উভয় দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সীমান্ত আইন লঙ্গঁন করে জিরো পয়েন্টে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদ জানিয়ে বিজিবি বড়জ্বালা বিওপি পতাকা বৈঠক আহবান করে। সীমান্তে উত্তেজনা নিরসনের লক্ষ্যে সকাল ১১ টায় রাজনগর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ পতাকা বৈঠকে মিলিত হয়। বিএসএফ এর প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মেজর সিতার পাল এবং বিজিবি’র নেতৃত্বে দেন ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শ্রীমঙ্গল’র অধিনায়ক মেজর তারিক মোহাম্মদ। বিজিবি’র অনুরোধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ৭ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কালি মন্দিরে পশ্চিম পাশের টিনের সীমানা প্রাচীরটি তুলে নেওয়ার আশ্বাস প্রদান করেছেন।