Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দু’শিক্ষকের বহিস্কারাদেশ স্থগিত

প্রেস বিজঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার ২ শিক্ষকের বহিস্কারাদেশ স্থগিত করা হয়েছে। বহিস্কৃত শিক্ষক বানিয়াচঙ্গের করচা বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাস ও বানিয়াচঙ্গের জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম সমিতির কেন্দ্রীয় সভাপতির নিকট বহিস্কারাদেশ স্থগিতের আবেদন জানালে কেন্দ্রীয় সভাপতি এ স্থগিতাদেশ প্রদান করেন।
ভূপেন্দ্র চন্দ্র দাস ও মোঃ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। ২০১২ সনের ২৪ জুরাই এর মেয়াদ শেষ হওয়ায় ভূপেন্দ্র চন্দ্র দাস ও মোঃ আব্দুল কাইয়ূম এর নেতৃত্বে সাধারণ শিক্ষকগণ নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানান। কিন্তু নির্বাচন দিতে টালবাহানা শুরু করায় ২০১৩ মনের ২৫ জানুয়ারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা সবাপতির নিকট গেলে তিনি ৩ মাস সময় নেন। এ সময়ের মধ্যে কমিটি নির্বাচন না করায় ২০১৩ সনের ১৩ এপ্রিল ২০৫ জন শিক্ষক স্থানীয় সংসদ সদস্যের নিকট স্মারক লিপি প্রদান করেন। এর পর থেকে একাধিকবার নির্বাচনের তারিখ করা হলেও নির্বাচন সম্পন্ন করা হয়নি। ফলে শিক্ষকবৃন্দ কেন্দ্রের নিকট নির্বাচনের দাবীতে আবেদন জানান। এতে ক্ষিপ্ত হয়ে ভূপেন্দ্র চন্দ্র দাস ও মোঃ আব্দুল কাইয়ূমকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। ফলে কেন্দ্রীয় সভাপতি গত ৭ সেপ্টেম্বর লিখিতভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচং শাখার নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়ে উপজেলায় শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।