Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজীবাজারে ১০ দোকান আগুনে পুরে ছাই ॥ কোটি টাকার ক্ষতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে ঢাকা সিলেট মহাসড়কের বাখরনগর গেইটে আছিব আলীর মালিকানাধীন আব্দোল্লা মার্কেট আগুনে পুরে ছাই হয়ে গেছে।
জানা যায়, মহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর গেইটের আব্দোল্লা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে মার্কেটের ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটির ক্ষতি সাধিত হয়।
ওই মার্কেটের শাহজালাল এন্টার প্রাইজের পেট্রোল, ডিজেল, মবিল, গেডিজ, ব্রেকওয়েল, ডিষ্টিল ওয়াটার খোলা দোকানদার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মোঃ এ ইউ চৌধুরী উরপে আবু মুছা দুপুরের খাবার তৈরির জন্য ঐ দোকানে রান্না করছিলেন। রান্না করার এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১০/১৫টি ড্রামে ভর্তি পেট্রোল, ডিজেল, মবিল, গেডিজ, ব্রেকওয়েল, ডিষ্টিল ওয়াটারে একত্রে আগুন দাবানলের মত ছড়িয়ে পরলে মূর্হুতেই আগুন পার্শ্ববতী দোকান গুলিতে ছড়িয়ে পরে। ড্রাম গুলি বিকট আওয়াজে ফেটে এর ভেতরে থাকা তেল গুলি থেকে আগুন আরো বেড়ে যায়। আশ পাশের মানুষ জন ভয়ে এদিক ওদিক ছুটুছুটি করতে থাকে। তেলের ড্রাম ফাটার ভয়ে মানুষ না আসলেও দোকানের মালিকরা যানের মায়া ত্যাগকরে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। এরই মাঝে মোঃ সঞ্জব আলীর মা ডেকোরেটার্স প্রায় ৪২ লাখ টাকার মালামাল, ইলিয়াছ মোল্লার মুদি দোকান, বাঘাসুরা ইউনিয়নের জয়নাল মেম্বারের অফিসের সরঞ্জাম, শাহজালাল এন্টার প্রাইজের মালামাল, গুনি মিয়ার মুদি দোকান, মজলিশ মিয়ার কাপরের দোকান, মাফুজ মিয়ার লেপের দোকান পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস এর সাব-অফিসার কাজী মোতাহারের নেতৃত্বে একটি দল ঘঠনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। মাধবপুর ফায়ার সার্ভিস এর সাব-অফিসার কাজী মোতাহার হোসেন জানান, আমরা সঠিক সময়ে না আসলে ড্রাম গুলি ফেটে প্রায় একশ ফুট উপরে উটে আশপাশে আগুন আরো ছড়িয়ে পড়ত। উল্লেখ্য, ওই মার্কেটের পাশেই রয়েছে একটি ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আব্দোল্লা মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন।