Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৭৮টি মন্ডপে পূজা শুরু নিশ্চিদ্র নিরাপত্তা ষষ্ঠীপুজা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭৮ টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত পূজা শুরু হয়েছে। এ পূজা অনুষ্টানকে ঘিরে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সারা উপজেলার পূজা মন্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া র‌্যাব, বিজিবি ও স্টাইকিং ফোর্স কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষনিক টহল দিচ্ছে। গতকাল সকালে ষষ্ঠীপূজা শেষে রাতে শুভ অধিবাসকৃত্যনুষ্টান সম্পন্ন হয়। গোবিন্দ জিউড় আখড়া পূজা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে দূর্গাপুজা মন্ডপে অনুষ্টনমালায় উপস্থিত ছিলেন গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, পুজা কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, প্রমথ চক্রবর্তী বেনু, সাধারন সম্পাদক বিধান ধর, যুগ্ম সম্পাদক গৌতম রায়, নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সাধারন সম্পাদক নারায়ন রায় , কোষাধ্যক্ষ প্রণব দেব, প্রজেশ রায় নিতন, মন্টু লাল আচার্য্য, মৃদুল কান্তি রায়, শংকর দেব, পবিত্র বনিক, নৃপেন্দ্র পাল, হিমাদ্রী শেখর দে মিঠু, মিলন হালদার, অমলেন্দু সুত্রধর, দিলীপ বনিক ও প্রদীপ রায় প্রমূখ।