Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুই গ্রামে পল্লী বিদ্যুৎতায়ন ও স্কুলের নতুন ভবনের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের মুতাজিলপুর ও সন্দলপুর গ্রামে পল্লি বিদ্যুতায়নের উদ্বোধন গতকাল সোমবার বিকেলে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেছেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী ইন্তাজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আফজল মিয়ার পরিচালনায় অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা যুবলীগ নেতা আব্দুল বাছিত, আলমগীর হোসেন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, যুবলীগ নেতা হাফিজ আহমদ খান, জামাল খান, ছাত্রসমাজ নেতা আব্দুল মালিক খান প্রমুখ।
অপর দিকে দুপুরে উপজেলার ফুটারমাটি গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নানু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষিকা সুমিত্র সেন, সহকারী শিক্ষিকা শিপ্রা দাশ, সুমিত্রা দাশ, মারজানা সুলতানা, সাবেক মেম্বার রাজা মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ছাত্রলীগ নেতা কবির মিয়া, রব্বুল মিয়া, হাজী নুর মিয়া, শফিকুর রহমান চৌধুরী, মুজেফর আলী, মাওলানা আফরোজ উদ্দিন, ফনী সুত্র ধর, বিমল সুত্রধর, আব্দুল কাইয়ুম, টুনু মিয়া, সাংবাদিক জাকির হোসেন চৌধুরী, এমরান হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কনর মিয়া ছাত্রসমাজনেতা আব্দুল মালিক খান প্রমুখ।