Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লোকালয় বার্তা অফিসে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক লোকালয় বার্তা কার্যালয়ে ভাংচুর ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মূখে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে অনুষ্টিত মানবনন্ধনে বক্তারা অবিলম্বে সংবাদপত্র অফিস ও সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, এ হামলা স্বাধীন সংবাদপত্রের মত প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় হবিগঞ্জের সাংবাদিকরা আজ রাজপথে নেমেছে। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকুর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি আব্দুল বারী লস্কর, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সমকালের জেলা প্রতিনিধি শুয়েব চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি মিলন রশীদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহম্মেদ খান, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এ এস এম নুরুজ্জামান চৌধুরী শওকত, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মুজিবুর রহমান, এশিয়া টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, ভোরের কাগজ প্রতিনিধি সালাম চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাউছার চৌধুরী মামুন, দৈনিক খোয়াইর ষ্টাফ রিপোর্টার এস কে সাগর, দি রিপোর্টের প্রতিনিধি ফয়সল চৌধুরী লোকালয় বার্তার সিনিয়র রিপোর্টার এনামুল হক সায়েম, বিজয়ের প্রতিধ্বনির ষ্টাফ রিপোর্টার রহমত আলী, সজলু মিয়া ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এম এ আলীম প্রমূখ। এ ছাড়া মানববন্ধনে হবিগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করে একাত্মতা প্রকাশ করেন।