Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে রূপান্তরিত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি। এ সরকার ক্ষমতায় আসার পর নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে। সেই সাথে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি মহিলা কলেজে রূপান্তরিত হচ্ছে। এটি কলেজে রূপান্তরিত হলে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে আর চিন্তা করতে হবে না। এখানেই তারা উচ্চ-শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। তার সাথে এ অঞ্চলের নারী শিক্ষার্থীদের উপকারে আসবে এ মহিলা বিদ্যাপিটটি। তিনি বলেন, বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মহিলা কলেজে রূপান্তরে আমার পূর্ণ সহযোগীতা থাকবে।
গতকাল শনিবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা কলেজের জন্য নিরঞ্জন সাহা নিরু একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠান পূর্ব আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রফেসর নিখিল ভট্রাচার্য্য, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাকন শাহরিয়ার পিপলু, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্য প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অত্র স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।