Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বানিয়াচঙ্গের লক্ষèী বাওড়ে সভা

নিজস্ব প্রতিনিধি ॥ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বানিয়াচঙ্গের নয়নাভিরাম জলারন্য লক্ষèী বাওড়-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং সদর থেকে ৭ কিলোমিটার উত্তরে বর্ষাকালে সৌন্দর্য পিপাসু ও প্রকৃতি বিলাসী দেশী-বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষনে লক্ষèী বাওড় নামীয় খড়তির জঙ্গলের কেন্দ্রে নৌ-লঞ্চের ছাদে দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন- বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর সিইও বিশিষ্ট অর্থনীতিবিদ মুশতাক আহমেদ সিএ, বেন এর সিনিয়র সদস্য মোঃ সাহাব উদ্দিন, পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস, পাহাড়পুর আদর্শ কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক এইচ.এম খায়রুজ্জামান, প্রভাষক আশীষ সরকার, সুইটি রানী সরকার, বাবুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বক্তাগণ বিশ্ব পর্যটন দিবসে রূপ-বৈচিত্রের সুবর্ণ ভূমি লক্ষèী বাওড়কে দর্শনে বর্ষায় আগত পর্যটকদের জন্য একটি পর্যটন টাওয়ার নির্মানের জন্য বাংলাদেশ পর্যটন বিভাগের প্রতি দাবী জানিয়েছেন।