Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রতিষ্টানের প্রধানদের সাথে এমপি কেয়া চৌধুরীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিত। আমরা সবাই প্রতিটি ধর্মের উৎসবকে নিজের উৎসব মনে করে নিজের মতো উপভোগ করি। বাহুবল উপজেলা পরিষদের সভা কক্ষে বিভিন্ন প্রতিষ্টানের প্রধানদের সাথে মতবিনিময় ও জিআর প্রকল্পের চাল প্রদান অনুষ্টানে তিনি এ সব কথা বলেন। বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ ও সোহেল আহম্মেদ কুটি, বাহুবল মডেল থানার মোক্তাদির আহম্মেদ, ফুল মিয়া, প্রভাষক আবতাব, ডা: বেনু দেব প্রমুখ। বাহুবলে জিআর প্রাপ্ত প্রতিষ্টাগুলো জচ্ছে-কবিরপুর জামে মসজিদ ৩ টন, গাংধার বাজার জামে মসজিদ ৩টন, ¯œানঘাট বাজার জামে মসজিদ ৩ টন, দিগাম্বর সিদ্দীকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ৩ টন, ¯œানঘাট দারুস সুন্নাত মাদ্রাসা ৩ টন, গাউছিয়া জামে মসজিদ ৩ টন, মনিকা জামে মসজিদ ৩টন, রাধাকৃষ্ণ মন্দির ২ টন, সার্বজনীন দূর্গা মন্দির ২ টন, লালপুর দূর্গা মন্দির ২ টন ও গোয়ালবাদা মন্দির ২টন।