Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৌদ্ধ সংঘের ধর্মীয় আলোচনা সভা শহরে বৌদ্ধ বিহার স্থাপন প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার ॥ ভোগের নয় ত্যাগেই সুখ নিহিত। শান্তি প্রতিষ্ঠাই হলো সব ধর্মের মূল উদ্দেশ্য। ধ্বংস নয় শান্তির বানী প্রচার করতে হবে সবার মাঝে। বিজ্ঞান ভিত্তিক ও শান্তি প্রচারের ধর্ম বৌদ্ধ। হবিগঞ্জে বৌদ্ধ বিহার নির্মিত হলে তা সকল ধর্মের সম্প্রতির মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা। বৌদ্ধ বিহার কমিটি হবিগঞ্জের উদ্যোগে সংঘ দান, বিহার স্থাপন সংক্রান্ত ধর্মীয় আলোচনা ও অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় শনিদেব মন্দির প্রাঙ্গনে কুমিল্লা নিউশালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্রমহাথেরোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব দিলীপ কুমার বনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরক্ত জেলা প্রশাসক আবদুর রউফ, সিআইডি’র সহকারী পুলিশ সুপার বসুদত্ত চাকমা, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ূয়া, হবিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, শনিদেব মন্দিরের পুরোহিত ডাঃ দিলীপ কুমার আচার্য্য, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন ডাঃ স্বপন কুমার বড়ূয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বলেন, এ জেলার মানুষ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি বলেন, আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন এই বিশ্বাস সবার মাঝে থাকলে বিভেদ সৃষ্টি হতো না।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর মৌজার বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি ৮ শতক ভূমিতে বৌদ্ধ বিহার নির্মান পক্রিয়াধীন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সুধিমন্ডলী ও বিভিন্ন সংস্থার প্রধানরা বৌদ্ধ বিহার নির্মাণে সর্বাত্মকভাবে সাহায্য ও সহযোিগতার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ভিক্ষু, সংঘানন্দ থের, ধর্মপ্রিয় থের, সাধনা প্রিয় ভিক্ষু, সুনন্দ প্রিয় ভিক্ষু প্রমূখ।