Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সৈয়দ আহমদুল টুর্ণামেন্টের ফাইনালে মাছুলিয়া জয়ী

স্টাফ রিপোর্টার ॥ জাকজমক ভাবে শেষ হলো সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্ট। খেলায় ০-১ গোলে ৭১ এর ১১ আনোয়াপুর একাদশ কে হারিয়ে মাছুলিয়া সূর্যতরুণ ক্লাব জয়লাভ করেছে। পইল এনাম স্মৃতি সংঘের আয়োজনে গতকাল সোমবার বিকেল ৪টা ২৫ মিনিটে পইল ইউনিয়ন পরিষদ মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। খেলা শুরুর ২ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে ৭১ এর ১১ আনোয়াপুর একাদশ ১ গোলে পিছিয়ে থাকে। এরপর খেলার শেষার্ধ্বে কোন দল গোল করতে পারেনি। খেলায় ০-১ গোলে মাছুলিয়া সূর্য তরুন ফুটবল একাদশকে বিজয়ী ঘোষনা করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মতিন এবং সহকারী হিসেবে ছিলেন মোঃ কাজল মিয়া ও মোঃ আশিকুর রহমান। খেলা ধারা বর্ণনায় ছিলেন মোঃ আজম উদ্দিন ও মোঃ সাফিউল আলম সাফি। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, বানিয়চং সদর দক্ষিণ ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সালেহ আহমেদ, ডাঃ সৈয়দ আবরার জাবের, হাজি আম্বর আলী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, ছাত্র নেতা জহিরুল হক শরিফ, মেম্বার ছন্দু মিয়া, মোঃ শাহজাহান মাস্টার, মোঃ অপু মিয়া, হাজী আব্দুল মন্নাফ, আব্দুর রহিম, লাল মিয়া সর্দার, সিরাজ আলী, গৌয়াছ উদ্দিন, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ আবুল কাশেম, মোঃ শাহ আলম মিয়া, হাসন আলী মেম্বার, এম আব্দুল আলী, এডঃ মোস্তফা মিয়া, এডঃ রুহেল, কামরুল হাসান ঝুনু, এডঃ জহুর আলী, ছাদি চৌধুরী, জুয়েল মাষ্টার, ফারুক মাষ্টার, সুমন মেম্বার, দেলোয়ার মাষ্টার, রফিক আলী, কামরুল হাসান, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, এনামুল হক বিপ্লব, মিন্টু, আলম মেম্বার, আব্দুল আলীম, স্বপন অধিকারী, পংকজ ভট্টাচার্য্য, আলী আহমমদ, সাহেব আলী, মতুর্জ আলী, কবির আহমেদ, এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফ। শান্তিপূর্ণ ফুটবল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।
শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরষ্কার গ্রহণ করেন মাছুলিয়া সূর্য তরুন ফুটবল একাদশের খেলোয়ার মিন্টু। খেলায় বিজয়ী দল মাছুলিয়া একাদশের টিম ম্যানাজার মোঃ আফরোজ আহমেদ ট্রফি ও নগদ ৪০ হাজার টাকার চেক প্রধান অতিথির কাছ থেকে গ্রহন করেন। রানার আপ ৭১ এর ১১ আনোয়াপুর একাদশ টিম ম্যানাজার মোঃ বাবুল মিয়া ট্রফি ও নগদ ২০ হাজার টাকার চেক গ্রহন করেন। অনুষ্ঠানে এনাম স্মৃতি সংসদের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহণ করেন গোলকিপার রানা। খেলায় দৃষ্টিপ্রতিন্ধী পত্রিকা বিক্রেতা চাঁন মিয়াকে নগদ ৩ হাজার টাকা ও একটি ক্রেষ্ট প্রদান করা হয়।