Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জাল নোটের ছড়াছড়ি সন্দেহের তীর আইয়ুব আলীর দিকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা ৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে জাল নোটের ব্যাপক ছড়াছড়ির অভিযোগ পাওয়া গেছে। প্রায়ই কোন না কোন দোকানে ক্রেতা সেজে কতিপয় ব্যক্তি জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সাথে প্রতারনা করে আসছেন। ধরা পড়লেই ক্ষমা চেয়ে অথবা নেতার তদবিরে বেচে যাচ্ছে। গত শনিবার সন্ধ্যার দিকে দেবপাড়া বাজারের আব্দুস ছোবানের ফার্নিচারের দোকানের সামনে জাল নোটসহ জনতার হাতে ধরা পড়ে আইয়ুব আলী।
সুত্রে জানা যায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় নানা কৌশলে জাল নোট পাচার করে আসছে। অনেক দোকানে মালামাল খরিদ করার সময় ১০০০/ ৫০০ টাকার জাল নোট দিয়ে চম্পট দেয়। পড়ে লোকজন তাকে খোঁজে বের করলে ক্ষমা চেয়ে টাকা বদলীয়ে দেয়। এমন অভিযোগ অহরহ রয়েছে। স্থানীয় লোকজনের ধারনা উক্ত আইয়ুব আলী লোক চক্ষুর আড়ালে দীর্ঘ দিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে। এ ব্যাপারে যোগাযোগ তার এলাকার জনৈক জনপ্রতিনিধি নাম প্রকাশ না বরার শর্তে বলেন, জমাকৃত শালিসের টাকা ফেরত দেয়ার সময় আইয়ুব আলী তার নিকট থেকে জাল টাকা-নেয়ার প্রস্তাব দেন ওই জনপ্রতিনিধিকে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এছাড়া জনৈক ধান ব্যবসায়ীকে ৫ হাজার ও জনৈক লন্ডন প্রবাসীকে ২ হাজার টাকা জাল নোট দেয় আইয়ুব আলী। পরে আবার ফেরৎ নেয় বলে জানা গেছে।