Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বিবিয়ানা নদীর তীরে আলু চাষের জন্য কৃষকদের প্রস্তুতি

ফরিদ সিকদার, ইনাতগঞ্জ থেকে ॥ সারাদেশের মত নবীগঞ্জে আলু চাষের জন্য কৃষকরা মাঠ পরিচর্যা তৈরী করতে শুরু করেছেন। শীতকালীন সবজির মধ্যে সব চাইতে বেশী ফলন, বেশি লাভ হিসাবে পরিচিত আলু সবজি কৃষকদের কাছে অতি প্রিয়। তাই আগে থেকেই কৃষকরা শবজি চাষ করার জন্য জমি তৈরী শুরু করেছেন। নবীগঞ্জের প্রতন্ত অঞ্চলে এবং বিবিয়ানা নদীর তীরে সবজি চাষের জন্য উপযোগী হিসাবে কৃষকরা উক্ত জমিগুলো বেচে নিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও বাম্পার ফলনের আশায় কৃষকরা আলু চাষের উদ্যোগ নিয়েছেন। এমনি বিবিয়ানা নদীর তীরে আলু চাষের ফলনের সফল কৃষক নবীগঞ্জ উপজেলার পার্শবর্তী উপজেলার ৯নং পাইল গাঁও ইপি সদস্য শ্যামার গাওঁ গ্রামের ফতু মিয়া। তিনি বিবিয়ানা নদীর তীরে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছেন। তিনি আশা করেন অন্য সময়ের মত সরকারের সহযোগীতা এবং ভাগ্য সহায় থাকলে এবার আলুর বাম্পার ফলন করা সম্ভব।