Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুণী ব্যক্তিকে সম্মান জানালেই সমাজে গুণী ব্যক্তির জন্ম হয়-জাকারিয়া চৌধুরী

নবীগঞ্জ প্রকিনিধি ॥ গুণী ব্যক্তিকে সম্মান জানালেই সমাজে গুণী ব্যক্তির জন্ম হয়। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে আমিও মানুষ মানব সেবা সংঘের উদ্যোগে, বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ নবীগঞ্জ এবং বাগাউড়া পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা ও দৈনিক মানব কন্ঠের প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরী। মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে এবং নিয়ামুল করিম অপু ও হুছাইন আহমদ এর যৌথ সঞ্চালনায় বাগাউড়া গ্রামের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী এডভোকেট মাহমুদুল হক মাছুমকে এক গণসংবর্ধনা দেয়া হয়। উক্ত গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. আব্দুল হামিদ, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সোয়েব আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুর রহমান পারসু, হবিগঞ্জ মাতৃ মঙ্গল প্রতিষ্ঠানের ইনচার্জ রেখা বেগম, বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে কে হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহবুব হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ মোশাররফ, নাতির মিয়া, আলীনূর পাশা, আমিও মানুষ মানব সেবা সংঘের সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক জাশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দিপু আহমেদ, বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাহিদ দুলন, বাগাউড়া পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হামিদুল হক, সাজ্জাদুর রহমান, বাবলু, আজমল হোসেন প্রমূখ। এসময় সংবর্ধিত ব্যক্তি এড. মাহমুদুল হক সমাজের সকল সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।