Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাখা বরাক নদীকে বরাক খালে নামকরণ করায় এগার গ্রামবাসীর বিশাল প্রতিবাদ সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউ/পির সাত গ্রাম দৌলতপুর, সিকন্দরপুর, জোরানগর, জামালপুর, পূর্বপুকড়া, নোয়াগাঁও, রামগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তৈগরিয়া ইউ/পির চার গ্রাম আব্দুল্লাপুর, শিকারপুর, নোয়াখাল, চরগাওঁ, গ্রামবাসী মিলে গতকাল ৩নং তেঘরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ এর সভাপত্বিতে ও দোলা মেম্বারের পরিচালনায় শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ে ঝড় ও বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ শাখা বরাক নদীর পাড়ে সমবেত হয়ে শাখা বরাক নদীকে বরাক খাল নাম দিয়ে লিজ নেওয়ার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এবং শাখা বরাক নদীর দুই পাড়ের গ্রামবাসী নদীকে উনমুক্ত রাখার জন্য সর্বসম্মতিক্রমে এগার গ্রামবাসীকে নিয়ে একটি কমিটি গঠন করেন। সভায় লিজারদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তা বলেন, পূর্ব পুরুষ থেকে শাখা বরাক নদীকে ভোগ দখল ও মাছ মেরে আসছে গ্রামবাসী। কিন্তু এলাকার কিছু স্বার্থপর লোকের কুদৃষ্টি নদীতে পড়ার কারণে আজ আমরা নদীর দুই পাড়ের এগার গ্রামবাসীকে শাখা বরাক নদী হতে বঞ্চিত করার জন্য পায়তারা চালাচ্ছে। তাই আমরা আমাদের ভোগ দখলকৃত শাখা বরাক নদীকে যে কোন মূল্যে লিজারদের খবল হইতে শাখা বরাক নদীকে উন্মুক্ত করব ইনশাল্লাহ। এবং লিজারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনাদের লিজ সালেন্ডার করে শাখা বরাক নদীকে উন্মুক্ত করেদেন নতুবা আপনাদেরকে বয়কট করতে এগার গ্রামবাসী বাদ্য হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এডঃ আলাউদ্দিন তালুকদার, মোঃ গিয়াস উদ্দিন, দোলা মেম্বার, মান্নান মেম্বার, ধলাই মেম্বার, সেলিম আহমেদ, শেখ হিফজুর রহমান, আলাউদ্দিন সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।