Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লোকালয় বার্তা অফিসে হামলার ঘটনায় প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকালয় বার্তা পত্রিকা অফিসে হামলা, ভাংচুর ও ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুর রহমান সোহেলকে আহত করার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকুর পরিচালনায় সভায় লোকালয় বার্তা পত্রিকা অফিস ও সম্পাদকের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা এহেন ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ হামলার ঘটনাকে স্বাধীন সংবাদপত্র প্রকাশে নগ্ন হামলা অভিহিত করে বলেন, এ ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক সমাজ গভীর উদ্বিগ্ন। সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ডেইলি সান প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি আব্দুল বারিক লষ্কর, আমাদের সময় প্রতিনিধি রুহুল হাসান শরীফ, সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, ইসলামী টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী।