Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে গণসমাবেশ, আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সিএনজি কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক সংস্কারের দাবীতে গণসমাবেশ করেছে বানিয়াচংয়ের জনতা। গতকাল বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়া ঈদগাহ বাজারে গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী সিএনজি অটো-রিকসা অতিরিক্ত ভাড়া ৪০টাকা আদায়কে কেন্দ্র করে কয়েক শ’ সিএনজি আটক করা হয়। এক পর্যায়ে দুপুরে সিএনজি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসন নির্ধারিত ভাড়া ৩০টাকার অতিরিক্ত নেয়া হবে না মর্মে প্রতিশ্র“তি দিলে আটক সিএনজিগুলো ছেড়ে দেয়া হয়। এ সময় শ্রমিক-জনতা হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে মিছিল শুরু করে। পরে এক গণসমাবেশে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি সান সর্দার মোঃ আমীর হোসেন নিয়াশা। সভায় সকল বক্তাই হবিগঞ্জ বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে প্রধান অতিথিকে কঠোর কর্মসূচী ঘোষনার অনুরোধের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ আলী মমিন এ বছর ডিসেম্বরের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক ব্যাপক সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি আহ্বান জানান। এ সময়ের মধ্যে সড়ক সংস্কার করা না হলে জানুয়ারীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে বানিয়াচংবাসীকে প্রস্তুতির আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সিএনজি শ্রমিক সভাপতি মোঃ সাহেদ মিয়া, আবিদ আলী, ইলিয়াছ মিয়া, আবু সহিদ, ছাত্র নেতা সোহেল আহমেদ, মকবুল মিয়া, আবু কাহার, সানু মিয়া, ফুছন মিয়া, কিম্মত আলী, আব্দুল মন্নান, মিছির আলী, সামসু মিয়া, আব্দুল বাসেত আজাদ, সাইদুর মিয়া, রুহুল আমীন, সেবুল মিয়া, দিলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আবু তাহের, আসলাম উদ্দিন, জাহের উদ্দিন, জুয়েল মিয়া, আব্দুর রৌফ, আব্দুল নূর, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, আশিক মিয়া, রিয়াজ উদ্দিন, নানু মিয়া, আইনুল হোসেন, শহিদ মিয়া, শাহাবুদ্দিন, বাচ্চু মিয়া, মোতালিম, আব্দুর রহমান, আমান উল্বা, সেবুল মিয়া, আক্তার হোসেন, সুবেদ, সোহেল, সবুজ, তাইবুর প্রমূখ।