Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা রুবেল ও ডলি দেব

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক, শিক্ষিকা, এসএমসি ও শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনোনয়ন সম্পন্ন হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার গঠিত স্বাক্ষাতকার বোর্ড মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠতার মনোনয়ন দেয়া হয়। চুড়ান্ত ভাবে মনোনীতরা আগামী ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে একই পদ্ধতির পরীক্ষা অংশ নেবেন। উত্তীর্ণদের তালিকা সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করা হবে। শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন বড়শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পাঠক জমিনের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া। শ্রেষ্ঠ শিক্ষিকা মনোনীত হন নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডলি রাণী দেব। শ্রেষ্ঠ এসএমসি পানিউমদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনছুর আলম এবং শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ¦ আবদুর রকিব মনোনীত হন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ডে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ইউ আরসি ইন্সটেক্টর মেছবা উদ্দিন, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন।