Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট হবিগঞ্জ সদর উপজেলা ফাইনালে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনালে হবিগঞ্জ সদর উপজেলা ১-০ গোলে বানিয়াচঙ্গ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের বিদেশী খেলোয়াড় এন্ড্রু গোল করেন।
গতকাল সারাদিন বৃষ্টি হলেও বিকেলে জালাল স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। গ্র“প পর্বে উভয় দলই ভাল খেলা উপহার দেয়ায় দর্শকদের মাঝে আগ্রহ ছিল বেশী। উভয় দলই শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। তবে হবিগঞ্জ সদর উপজেলা ৪ বিদেশী ও সেনাবাহিনীর দিদারকে নিয়ে তুলনামুলকভাবে শক্তিশালী দল গঠন করে। তবে খেলায় একটির বেশী গোল করতে পারেনি তারা।
গতকালের খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে যায়। দলের বিদেশী খেলোয়াড় এন্ড্রু গোলটি করেন। হবিগঞ্জের ডিফেন্স এর খেলোয়াড় জসিম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা খেলোয়াড় নির্বাচন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মো. আমীর হোসেন। তাকে সহযোগিতা করেন সাবেক কৃতি ফুটবলার আলী হোসেন ও প্রভাষক তরিকুল ইসলাম হারুন।
গতকালের খেলা পরিচালনা করেন, আব্দুল মোতালিব মমরাজ। সহকারী রেফারী ছিলেন নুরুল হক, ফেরদৌস আহমেদ ও এম এ মতিন।
খেলা শেষে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। অতিথি ছিলেন, লেডিস ক্লাবের সভানেত্রী ডিসি পতœী মিতা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আজম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমূখ। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শফিউল আলম শাফী। আগামীকাল শনিবার ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে চুনারুঘাট উপজেলা বনাম নবীগঞ্জ উপজেলা দল।