Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের সাধারন সভা

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার মাষ্টার ফাউন্ডেশনের অস্থায়ি কার্যালয়ে (এনাতাবাদ মাষ্টার বাড়ি) সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিল্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব: প্রাপ্ত) সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশ। স্বাগত বক্তব্য দেন, মাষ্টার ফাউন্ডেশন সমন্বয় কমিটির সভাপতি সহকারী শিক্ষক সোহেল আহমদ। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল আওয়াল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মজিদ, ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার ও সহকারী শিক্ষিকা সালমা আক্তার নাজু প্রমূখ। সভায় আলোচনা শেষে আগামী ১৪ নভেম্বর বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমী পরীক্ষা কেন্দ্রে ইউনিয়নের সকল সরকারী ও কিল্ডার গার্টেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাইয়ের (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন তাহিরপুর সরাকরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র গোপ, সহকারী হল সুপার শিল্পী ও সীমা দাশ। পরিদর্শক মনোনীত হন সহকারী শিক্ষক আইয়ুব হোসেন, আবদুল মজিদ, নিরুপম এবং খাদিজা বেগম, আইপা সুলতানা হলি, নাছিমা আক্তার। প্রশ্নপত্র তৈরী ও নিরীক্ষায় মাষ্টার ফাউন্ডেশনের কর্ণধার ও সহকারী শিক্ষিকা সালমা আক্তার নাজুকে দায়িত্ব দেয়া হয়। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরবরাহকৃত আবেদন ফরম সমন্বয় কমিটির নিকট জমা দেয়ার সিদ্ধান্ত হয়।