Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫০ বছরের বৃদ্ধের সাথে ১০ বছরের শিশুর বিয়ে ॥ এলাকায় আলোড়ন বিয়ে পাগলের শাস্তি দাবী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫০ বছরের এক বৃদ্ধ ৯/১০ বছরের চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে বিয়ে করে আলোড়ন সৃষ্ঠি করেছেন। ওই বৃদ্ধ ইতিপূর্বে একাধিক বিয়ে করেছেন। বর্তমানেও এক স্ত্রী সংসারে রয়েছে। যে শিশুকে বিয়ে করেছেন ওই শিশুটির বয়স থেকে আরো বেশী বয়সের তার নাতনী রয়েছে। বিয়ে পাগল ওই বৃদ্ধের নাম লিল মিয়া। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। শিশুটি হচ্ছে-ধুলিয়াখাল গ্রামের লেচু মিয়ার কন্যা শিপা খাতুন (১০)। সে রাংগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানান। বাল্য বিয়ের এ খবর পেয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন কনের বাড়িসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-লিল মিয়া একজন সম্পদশালী ব্যক্তি। পাইকপাড়া এলাকায় তার স-মিল এবং ফিসারীসহ বিস্তর সম্পদ রয়েছে। বেশীরভাগ সময়ই তিনি পাইকপাড়ায় অবস্থান করেন। অফরদিকে শিশু শিপার পিতা লেচু মিয়া একজন দিনমজুর। সে সুবাদে লিল মিয়া প্রায় সময়ই লেচু মিয়ার বাড়িতে আসা যাওয়া করত। লেচু মিয়ার পরিবারকে লিল মিয়া আর্থিক সহযোগীতা করে থাকে। গত রবিবার দিবাগত রাতে পাইকপাড়া বাজারে ৗয়াহিদ মিয়া মালিকানাধীন সাবনুর ডেকোরেটার্সে শিশু শিপা এবং লিল মিয়ার বিয়ে পড়নো হয়। তবে শিপাকে লিল মিয়া তার বাড়িতে উঠিয়ে নেয়নি। গতকাল লেচু মিয়ার বাড়িতে গিয়ে লেচু মিয়া কিংবা শিপাকে পাওয়া যায়নি। আলাপ হয় শিপার মা পারুল বেগমের সাথে। তিনি জানান শিপা বামকান্দি গ্রামে তার নানা সুন্দর আলীর বাড়ি বেড়াতে গেছে। বিয়ের কথা স্বীকার করে তিনি বলেন-৫বছর পর শিপাকে লিল মিয়া তার বাড়িতে নিবে। প্রতিবেশী আব্দুর রহিমসহ আরো অনেকের সাথে আলাপ হলে তারা বিয়ের কথা স্বীকার করে জানান, শিপার এখনো বিয়ের বয়স হয়নি। তবে লিল মিয়াকে অনেকে ভয়ে প্রতিবাদ করতেও সাহস পাননি। শিপার বিয়ে ব্যাপারে আলাপ হয় রাংগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুনের সাথে। তিনি বলেন-হাজিরা খাতায় ৭সেপ্টেম্বর পর্যন্ত শিপার উপস্থিতি রয়েছে। ৩ সেপ্টেম্বর সে উপবৃত্তির টাকাও নিয়েছে বলে তিনি জানান। বিয়ে হওয়ার পর তিনি জানতে পেরেছেন বলে জানান। এলাকাবাসী আরো জানান, লেচু মিয়াকে লোভে ফেলে তার মেয়েকে লিল মিয়া বিয়ে করেছে। তারা লিল মিয়ার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।