Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুঙ্গিঁয়াজুরী হাওর প্রকল্প পরিদর্শন করতে ১ অক্টোবর আসছেন পানি সম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সন্ধ্যায় সংসদ ভবনে তার পরিদর্শনের বিষয়টি সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে নিশ্চত করেছেন। গতকাল জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গুঙ্গিয়াজুড়ি হাওর বাস্তবায়ন শিরোনামে জনগুরুত্বপূর্ণ বিষয় ৭১ বিধিতে সংসদে এর প্রয়োজনীয়তার প্রোপট তুলে ধরেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। গুঙ্গিয়াজুড়ি বাস্তবায়ন প্রসঙ্গে ৭১ বিধিতে এটিই ছিল তার সংসদে প্রথম আলোচনায় অংশগ্রহন। পানি সম্পদ মন্ত্রীর বরাবর এমপি কেয়া চৌধুরী গত ২৪ জুন এ বিষয়ে আধা সরকারি চিঠি প্রদান করেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গত ১৬ সেপ্টেম্বর সংসদে কেয়া চৌধুরী তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নে আবারও গুঙ্গিয়াজুড়ি হাওর প্রসঙ্গের সুত্র ধরে বাহুবলের হিমারগাও স্থায়ী বাধ নির্মান প্রসঙ্গটি তুলে ধরলে কেয়া চৌধুরীর দাবিসমূহ পানি সম্পদ মন্ত্রী বাস্তবায়নে বাহুবল যাওয়ার বিষয়টি তার বক্তব্যে উল্লেখ করেন।
মন্ত্রী পরে কেয়া চৌধুরীকে ডেকে পাঠিয়ে আগামী ১ অক্টোবর গুঙ্গিয়াজুড়ি হাওর বাস্তবায়ন উপলক্ষে বাহুবল সফর করার বিষয়টি নিশ্চিত করেন। কেয়া চৌধুরীর সাথে আলোচনা করে দু’একদিনের মধ্যেই সরকারি সফরসূচী হবিগঞ্জে পাঠাবেন বলে তাকে জানান।
জানান যায়, মন্ত্রীর সাথে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহমেদ খান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহিদুর রহমান সহ পদস্থ কর্মকর্তাদেরও থাকার কথা রয়েছে। ইতিপূর্বে ড. জাফর আহমেদ খান সিলেটের বিভাগীয় কমিশনার থাকা কালে গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্প এলাকা পরিদর্শন করেছন। তার আন্তরিক প্রচেষ্টায় ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে প্রকল্পের সমিক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, প্রকল্পটি বাস্তায়িত হলে ২৫হাজার একর এক ফসলি জমিতে নিশ্চিত ৩ ফসল উৎপাদন হবে। বছরে আড়াইশ কোটিরও বেশি টাকা মূল্যের প্রায় ১ লাখ ৪০ হাজার টন ধান উৎপাদন হবে। অন্যন্য ফসল উৎপাদনেরও ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে যে বোরো ফসল ফলানো হয় প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকরা তা যথাযথ ভাবে গড়ে তুলতে পারে না। সমীক্ষায় অপ্রয়োজনীয় ব্যয় যুক্ত করে বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩৫২ কোটি টাকা। অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিলে বাস্তবায়ন ব্যায় ২’শ কোটিও লাগবে না।