Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ২টি সরকারী হাইস্কুলের করুণ হাল

স্টাফ রিপোর্টার ॥ সরকারের অব্যবস্থাপনার ফলে বানিয়াচংয়ের দুটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বানিয়াচঙ্গের মধ্যস্থলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সাগর দিঘীর পশ্চিম পাড়ে ১৮৯৬ সনে প্রতিষ্ঠিত এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়টি ১৯৮৫ ইং সনে সরকারীকরণ করা হয়। একই সাথে কমলাপতি দিঘীর উত্তরপাড়ের বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টিও জাতীয়করণ করা হয়েছিল। ওই সময় এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ একজন থাকলেও বর্তমানে পদ শুন্য রয়েছে। সহকারী শিক্ষকের পদ ১৫ হলেও শিক্ষক পদ শুন্য ৮ জন। নি¤œমান সহকারী পদ একজন হলেও বর্তমানে পদ শুন্য। চতুর্থ শ্রেণি কর্মচারী পদ ৫ জন হলেও আছে মাত্র ১ জন। ৮ বছর যাবৎ নি¤œমান সহকারী পদায়ন নেই। অনুরূপ অবস্থা চতুর্থ শ্রেণির কর্মচারীর ক্ষেত্রেও। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান, শিক্ষক কর্মচারীর স্বল্পতাসহ অন্যান্য সমস্যা বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে বারবার অবহিত করেছি। অন্যদিকে বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের আখন্দ জানান, ১ জন সহকারী প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। সহকারী শিক্ষক ৮ জনের মধ্যে ৫ পদেই শিক্ষক নেই। নি¤œমান সহকারী ২ পদই শুন্য। চতুর্থ শ্রেণির কর্মচারী ৫ পদই দীর্ঘ দিন যাবৎ শুন্য রয়েছে। ফলে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষকদের দূরবস্থার অন্ত নেই। স্বল্প জনবল দিয়েই স্কুলের শিক্ষার কার্যক্রম চলছে। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে অবস্থিত এল.আর সরকারী উচ্চ বিদ্যালয় ও বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২টি ১৯৮৫ ইং ২৪ মার্চ বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসভায় বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন মহামান্য প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে দিয়ে ঘোষণার মাধ্যমে সরকারীকরণ করেছিলেন। বর্তমান ২টি স্কুলের অব্যবস্থাপনার প্রতি চেয়ারম্যান মমিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সরকার ও দায়িত্ববান ব্যক্তিদের ব্যর্থতাকে দায়ী করেন। তিনি জানান সম্প্রতি শিক্ষামন্ত্রী ও মাউশি মহাপরিচালককেও একাধিকবার ২টি স্কুলের বিষয়ে অবহিত করেছেন। শীঘ্রই স্বশরীরে দেখা করে শিক্ষক কর্মচারী নিয়োগের ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।