Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তথ্য প্রযুক্তিতে পৃথিবী এখন হাতের মুঠোয়-অশুক মাধব রায়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশুক মাধব রায় বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সফল ভুমিকার রেখেছে। তথ্য প্রযুক্তিতে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় তাই কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নত হতে পারে না যে জাতী যত বেশী শিক্ষিত সে জাতী তত বেশী উন্নত। তাই শিক্ষার্থীদের পাশাপাশি অবিভাবক ও সচেতন মহল শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি আলোকিত দেশ গড়া সম্ভব হবে।
গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামে অবস্থিত কীর্তি নারায়ন মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্টানে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন টিটুর পরিচালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন মিটু। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক, কলেজ প্রতিষ্টাতার সহধর্মীনি অধ্যাপিকা সুপর্ণা দাশ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, সমর চন্দ্র দাশ, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র দাশ, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, জে কে হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামিম আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, ঘোপী নারায়ন চক্রবর্তী ও কলেজ ছাত্রী অঞ্জনা রাণী তালুকদার প্রমুখ। উক্ত অনুষ্টানে ৩৪ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরে প্রধান অতিথি উক্ত কলেজের একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।